
স্থানীয়দের বরাতে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচলের অঞ্জো জেলার কাপাপু এলাকায় চীনা সেনাদের ঘাঁটি দেখা গেছে। ঘাঁটিটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত।
উল্লেখ্য, অঞ্জো জেলার চাগলাগাম এলাকা থেকেই দুবছর আগে নিখোঁজ হয়েছিলেন দুই ভাই। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ওষুধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তারা।
প্রতিবেদন মতে, স্থানীয়দের দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) হাতে বন্দি রয়েছেন তারা। ভারতীয় সেনাদের কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি।

